কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে ছাত্র-যুব উৎসব পালন করা হচ্ছে না। সরকারি বিজ্ঞপ্তি ফাঁস করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বছর রাজ্যজুড়ে বাতিল করা হয়েছে জেলাস্তরের ছাত্র-যুব উৎসব।
এই প্রেক্ষিতে শুক্রবার এক্স পোস্টে যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের একটি বিজ্ঞপ্তি দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ছাত্র-যুব উৎসব বাতিল করেছে। আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে এই উৎসব বাতিল হওয়া অংশগ্রহণকারী এবং আয়োজক উভয়ের জন্যই অত্যন্ত হতাশাজনক।
এই সরকার প্রাণবন্ত সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশের উন্নয়নের প্রতিশ্রুতি থেকে সরে আসছে। পরিবর্তে তাঁরা মদ বিক্রি এবং দেশীয় মদ তৈরি করে সস্তা দামে মানুষের কাছে বিক্রি করে রাজস্ব আয়ের দিকে মনোনিবেশ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের পথ প্রশস্ত করতে সহায়ক, কারণ তারা যুবকদের তাদের সৃজনশীল সম্ভাবনা অন্বেষণ করার সুযোগ করে দেয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যুব সমাজের মনোবল ও উদ্যমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”