BRAKING NEWS

জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস রাজ্যের মেয়েদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।। রাজ্য ক্রিকেটের ইতিহাসে নতুন নজির স্থাপন করল রাজ্যের মেয়েরা। জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটের এক দিবসীয় ম্যাচে টানা পাঁচ ম্যাচে জয়লাভ করল ত্রিপুরা। পরপর চার ম্যাচে জয়ের ধারা বজায় রাখার পর শুক্রবার কটকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য দল পঞ্চম ম্যাচ খেলতে নামে। এম জি এম স্কুল অফ স্পোর্টস মাঠে একদিনের বাইশ গজের লড়াইয়ে এবার ত্রিপুরা মুখোমুখি হয় গুজরাটের। দিনের ম্যাচে গুজরাটকে ৪৫ রানে হারিয়ে জয় অটুট রাখে ত্রিপুরা। এদিন সকালে ত্রিপুরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে তুলে ১৮৩ রান। মূলত মৌচৈতি দেবনাথ ও মৌটুসী দের লড়াকু বেটিং এর সাহায্যে এদিন এই রান তুলে ত্রিপুরা। ইনিংসের মৌচৈতির ৫৯ রান এবং মৌটুসীর ৫১ রান ছিল উল্লেখযোগ্য। এছাড়াও ব্যাট হাতে নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করে ইন্দ্র রানী জমাতিয়া (২৫) ও ঋজু সাহা (১৬)। গুজরাটের বোলারদের মধ্যে বাইশ রানের সর্বোচ্চ চারটি উইকেট নিয়ে রেনুকা চৌধুরী। এছাড়া কৃষ্ণা প্যাটেল ৪৩ রানে তিনটি উইকেট নেয়। জবাবে জয়ের জন্য ১৮৪ রানের টার্গেট নিয়ে গুজরাট ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারের সব কয়টি উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সক্ষম হয়। গুজরাটের  ব্যাটসম্যানদের মধ্যে ইনিংসে ব্যাট হাতে নিয়েও সর্বোচ্চ ৪৯ রান করে রেনুকা চৌধুরী। এছাড়া সঞ্চিতা ২৩ ও ভাবানা গোপালানী ১৮ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করে। রাজ্যের বোলারদের মধ্যে হেনা হোচান্দিনি ২৮ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেয়। এ ছাড়া প্রিয়াঙ্কা আচার্য দুটি এবং একটি করে উইকেট পেল সৌরভী রায়, অন্নপূর্ণা দাস ও রেশমী নায়েক। মূলত রাজ্যের মহিলা ক্রিকেটারদের ব্যাট বল উভয় বিভাগেই সাফল্যের ভিত্তিতেই এখনো পর্যন্ত ত্রিপুরা চলতি এই টুর্নামেন্টে অপরাজয় রয়েছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী রবিবার রাজ্য দল নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *