আগরতলা, ১২ জানুয়ারি: দীর্ঘ দশ মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত শিশু গৃহে কর্মরত সেবিকারা। আজ বাধ্য হয়ে বেতন ভাতার দাবিতে রাজধানীর শিশু বিহার স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন।
জনৈক সেবিকা জানিয়েছেন, শহরের ৩টি শিশু গৃহে প্রায় ৩০ জন সেবিকা কর্মরত রয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ ১০ মাস ধরে তাঁরা বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এই অবস্থায় তাঁদের পরিবারের ভরণ পোষন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বাধ্য হয়ে শিশু গৃহের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁদের দাবি, অতিসত্বর বেতন ভাতা প্রদান করা হোক।