ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।। বোধজং এলামনি আয়োজিত ইন্টার স্কুল এলামনি স্পোর্টস ফেস্ট আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে। বোধজং স্কুলের অডিটোরিয়ামে পক্ষকাল ব্যাপী আয়োজিত এই স্পোর্টস ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। লুডো প্রতিযোগিতা দিয়ে ফেস্টের সূচনা হলেও আগামীকাল ব্যাডমিন্টন, ১৬ জানুয়ারি থেকে ক্যারাম এবং চেস, ২১ জানুয়ারি থেকে ক্রিকেট ২৩ জানুয়ারিতে অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লুডো প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ছ-টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে স্কুলের প্রাক্তন ছাত্র তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, এশিয়ান মাস্টার্স ওয়েট লিফটিং-এ পদক জয়ী অমরদীপ দেববর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। আগামী ২৭ জানুয়ারি স্পোর্টস ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব কটি ইভেন্টের বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
2024-01-12

