নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে আসতে শুরু করেছেন। রাজ্যে লোকসভার দুটি আসন জয় করাই বিজেপির সামনে এখন প্রধান চ্যালেঞ্জের বিষয়ে হয়ে দাঁড়িয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শাসক দল বিজেপির বিভিন্ন কর্মসূচি জারি রয়েছে। সাংগঠনিক ভাবে পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি।
শুক্রবার লোকসভা যোজনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি প্রভারি ডঃ মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।
বৈঠকে যোগ দেন বিজেপির প্রদেশ স্তরের বিভিন্ন নেতৃত্ব, মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা।বৈঠকে বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।