রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি. স.) : অযোধ্যায় আয়োজিত শ্রী রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় । বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার এবং শ্রী রাম জন্মভূমি মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র দেন।

অযোধ্যায় আয়োজিত শ্রী রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আর মাত্র ১১ দিন বাকি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধি এবং দেশ-বিদেশের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকের মাধ্যমে অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পুরোদমে পাঠানো হচ্ছে। তীর্থক্ষেত্রের প্রতিনিধিরা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদের আধিকারিকরা এবং অন্যান্যরা আমন্ত্রণপত্র সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন।