বুলন্দশহর, ১১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ আগুন লাগল একটি গদির কারখানায়। বুধবার গভীর রাতে বুলন্দশহর জেলার সিকান্দ্রাবাদ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওই গদির কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল পৌঁছনোর আগেই ভয়াবহ রূপ নেয় আগুন, কারখানায় থাকা সবকিছু পুড়ে যায়। পরে দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুলন্দশহর দমকল দফতরের প্রধান দমকল অফিসার প্রমোদ শর্মা বলেছেন, “আমরা বুধবার রাত ১০.২৭ মিনিটে আগুন লাগার খবর পাই। দমকলের একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু কারণ এখনও অজানা।” এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

