ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। ক্রিকেট অনুরাগীর দাপটে আটকে গেল তরুণ সংঘ দল। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ পনেরো ক্রিকেট আসরে বৃহস্পতিবার রানীরবাজার মাঠে ক্রিকেট অনুরাগীর মুখোমুখি হয় তরুণ সংঘ শিবির। ম্যাচে তরুণ সংঘকে আট উইকেটের বিনিময়ে হারিয়ে দিলো ক্রিকেট অনুরাগী দল। টস জিতে তরুণ সংঘ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে তরুণ সংঘ দল ৪২ ওভারে নয় উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৪ রান। ব্যাটে দলের হয়ে ইয়াহারাথ সিনহা সর্বাধিক ৩৭ রান করে। এর মধ্যে সাতটি বাউন্ডারির মার সামিল রয়েছে।এছাড়া রাজদীপ সাহা ২১, শুভ্রজিত সাহা ১৮ রান করে। বল হাতে ক্রিকেট অনুরাগীর হয়ে দিগ্বিজয় দেববর্মা ১৭ রানে তিনটি, শাহীন জামান দুটি এবং একটি করে উইকেট নেয় আয়ুষ্মান সেন , সায়ন ধানুকরা। জয়ের জন্য ক্রিকেট অনুরাগীর সামনে টার্গেট দাঁড়ায় ১২৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল অনায়াসেই ২৬.৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে বেদব্রত বণিক ৪৭বলে ৩১, অভিজিৎ শর্মা ৫৭ বলে ৪৭ রান করে আউট হলে ও শেষে সৃজন দেব ও আমন মিয়া নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। সৃজন ১৪ এবং আমন মিয়া ২৩ রানে অক্ষত থাকে। আমনের ইনিংসে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার শামিল রয়েছে।তরুণ সংঘের পক্ষে একটি করে উইকেট নেয় সায়নতন রায় ও সৃজনদীপ দাসরা। সুবাদে আট উইকেটের বিনিময়ে ম্যাচ থেকে পয়েন্ট বগল দাবা করে নিলো ক্রিকেট অনুরাগী দল।
2024-01-11

