২২ জানুয়ারি অসমের বিজেপি কার্যকর্তা-সমর্থক সহ সৰ্বস্তরের নাগরিকদের বাড়িতে প্রদীপ প্রজ্বলনের আহ্বান মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন এবং রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সঙ্গে জড়িত হতে অসমের বিজেপি কার্যকর্তা ও সমর্থক সহ সৰ্বস্তরের বাসিন্দাদের তাঁদের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। উপরন্তু তিনি রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে ১৬ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত স্বচ্ছতা অভিযান চালানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আজ বৃহস্পতিবার দিশপুরে জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক জিজ্ঞাসার জবাবে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অযোধ্যায় রামমন্দির উদ্বোধন এবং রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও সন্পর্ক নেই। এটা একটি সনাতনী অনুভূতি। বিশাল এই কার্যক্রম করছে বিশ্বহিন্দু পরিষদ এবং তাদের ভ্রাতৃ সংগঠনগুলি।