লিভারপুল, ১১ জানুয়ারি (হি.স.): লিগ কাপের সেমিফাইনলের প্রথমার্ধের শুরুতে লিভারপুলের বিরুদ্ধে গোল করে যে অঘটনের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল ফুলহ্যাম, শেষ পর্যন্ত তা সফল হল না। বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইয়ুর্গেন ক্লপের দল এবং জয় পেল।
কষ্টার্জিত এই জয়ে লিগ কাপের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। মরসুমের চার শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছে লিভারপুল। ফুলহ্যামের হয়ে গোল করেন উইলিয়ান।আর দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে দুটি গোল করেন কার্টিস জোন্স ও কোডি হাকপো। আগামী ২৪ জানুয়ারি ফুলহ্যামের মাঠে হবে ফিরতি লিগের ম্যাচ।

