আগরতলা, ১১ জানুয়ারি: ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কেশব মজুমদার প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকালে তাঁর মরদেহ বিধানসভা এবং সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তরের প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী ঈশ্বরের কাছে বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং পরিবার-পরিজন ও অগণিত গুণমুগ্ধদের বিয়োগ-ব্যথা সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা করেছেন।
তাঁর প্রয়াণে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, তিনি ছিলেন বরেণ্য শিক্ষক – ফুটবলার এবং নাট্য শিল্পী। দীর্ঘ সময় ধরে তিনি রাজ্যের বিদ্যুৎ, শিক্ষা , স্বাস্থ্য এবং রাজস্ব দপ্তরের দায়িত্বভার বলিষ্ঠতার সঙ্গেই সামলেছেন। রাজ্যের প্রাক্তন- বর্তমান বহু নেতা মন্ত্রী বিধায়ক এর শিক্ষাগুরু ছিলেন তিনি । তার প্রয়াণ সত্যিকার অর্থেই রাজ্যে এক নক্ষত্র পতন হয়েছে বলেন তিনি। ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি।
তাছাড়া তাঁর প্রয়াণে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন,তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত হয়েছেন। তিনি ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং শোকাহত পরিজনদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর প্রয়াণে সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তিনি একজন ভালো শিক্ষক ছিলেন।