নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, একইসঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও দিল্লিগামী ২৪টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, কাতিহার-অমৃতসর এক্সপ্রেস, ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।
এদিকে, ভারতের আবহাওয়া দফতর দেশের উত্তর-পশ্চিম অংশে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি হ্রাসের পূর্বাভাস দিয়েছে। রাজস্থানের বিক্ষিপ্ত কিছু অংশে অবশ্য শীতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে বৃহস্পতিবারও শৈত্যপ্রবাহ চলে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় আগামী কিছু দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

