নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী : সামাজিক মাধ্যমে বিজেপি দলের প্রচার প্রসার আরও সুনিশ্চিত করতে নমো অ্যাপের ব্যবহার নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি দল। দেওয়াল লেখন থেকে শুরু করে, দলীয় কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক সবই চলছে জোর গতিতে। একইভাবে সামাজিক মাধ্যমে এই প্রচারে আরও গতি আনতে এদিন এই অ্যাপের ব্যবহার সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমো অ্যাপের রাষ্ট্রীয় নেতা শৈলেশ পান্ডে, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই কর্মশালা সম্পর্কে প্রদেশ সভাপতি বলেন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দল বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। রাজ্যের যুবক যুবতীদের দলের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে তথ্য প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উপস্থাপন করতে এই অ্যাপের ব্যবহার অত্যন্ত জরুরি। এই অ্যাপের মাধ্যমে বিজেপি দলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান পৌঁছে যাবে যুবক যুবতীদের কাছে। এর মাধ্যমে দলের প্রচার ও প্রসার আরও সুনিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রদেশ সভাপতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন।