নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার আফগানিস্তানে ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন টের পাওয়া গিয়েছে দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এছাড়াও পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২.৫০ মিনিট নাগাদ ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তর ও ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
আফগানিস্তানে অনুভূত হওয়া কম্পনের জেরে কেঁপে ওঠে ভারত ও পাকিস্তান। ভারতের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কম্পন টের পাওয়া যায়। এছাড়াও পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।