অটো ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫ জন

আগরতলা,১১ জানুয়ারি : অটো ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৫ জন ব্যক্তি। আজ সকালে সোনামুড়াস্থিত বক্সনগর সড়কে কাজিটিলার স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক থেকে জিবি হাসপাতলে স্থান্তারিত করেন।

জানা গিয়েছে, আজ সকালে বক্সনগর সড়কে একটি পণ্যবাহী গাড়ির সাথে অটো গাড়ির মুখোমুখী সংঘর্ষ ঘটে।  তাতে অটোতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তারাই আহতদের উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক থেকে জিবি হাসপাতলে স্থান্তারিত করেন। আহতরা হলেন, আদম আলী ,মায়া বেগম,তারেক হোসেন,সাহিদুর ইসলাম ও খুরশেদা বেগম। তাঁরা সবাই মতিনগরের বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে।