গান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): বর্তমানে ৫০ কোটিরও বেশি ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ২০১৪ সালে যা ছিল ১৫ কোটি। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ২০২৭-২৮ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি-সহ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।
বুধবার গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “২০১৪ সাল থেকে আমি নির্দিষ্ট কর্তৃত্বের সঙ্গে বলতে পারি, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে পদ্ধতিটি ছিল সমবায় ফেডারেলিজম, প্রতিযোগিতামূলক ফেডারেলিজম এবং সহযোগী ফেডারেলিজম।” নির্মলা বলেছেন, “বিকশিত ভারত এজেন্ডা হল একটি ব্যাপক দৃষ্টি পরিকল্পনা যা ভারত সরকার তৈরি করছে। একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী হবে।”

