কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রার’ প্রস্তুতির আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের জোট-ভবিষ্যৎ নিয়ে বৈঠক করতে চায় জাতীয় কংগ্রেস। এ কারণে ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক জি এ মির।
রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য ২৭ জানুয়ারি অসম থেকে কোচবিহারে প্রবেশ করবেন। ৩ দিন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ঘুরে পুর্ণিয়া যাবেন। আবার ৩০-এ ঢুকবেন ডালখোলা হয়ে। পর পর ২ দিন মালদহ ও মুর্শিদাবাদে কর্মসূচি তাঁর। তবে পুরোটাই করবেন গাড়িতে চড়ে।
পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের নেতৃত্ব চাইছে অন্তত এক-দুদিন রাহুল ওদিকের জেলাগুলিতে পদযাত্রা করুন। এই রাজ্যের পর রাহুল ঝাড়খণ্ডে প্রবেশ করবেন। দলের দক্ষিণবঙ্গের নেতৃত্বের বক্তব্য, রাহুলের যাত্রার রুট কলকাতা ছুঁয়ে না গেলে রাজ্যব্যাপী তার প্রভাব সেভাবে পড়বে না।
এই ‘ন্যায়যাত্রার’ মধ্যেই কংগ্রেস প্রচারের বাতাবরণ শুরু করতে চাইছে।