নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : কেরলে এক অধ্যাপকের হাতের তালু কাটার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। ২০১০ সালে কেরলে এক অধ্যাপকের হাতের তালু কাটার মামলার প্রধান অভিযুক্ত সাভাদকে বুধবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গ্রেফতার করেছে। সে গত ১৩ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। এদিন এনআইএ-র জালে ধরা পড়ে। তাকে ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।
এনআইএ আধিকারিকরা জানিয়েছেন যে অভিযুক্তকে কেরল রাজ্যের কান্নুরের মাত্তানুর থেকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ আরও জানিয়েছে, অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্রে নবী মোহাম্মদকে উপহাস করার অভিযোগে ইদুক্কিতে অধ্যাপক টিজে জোসেফের হাতের তালু কেটে দেওয়া হয়েছিল। এই মামলার মূল অভিযুক্ত সাওয়াদ। ২০১১ সালের ১০ জানুয়ারি এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।