স্টামফোর্ড, ১০ জানুয়ারি (হি.স.): চেলসির সময়টা ভালো যাচ্ছে না। লিগে পয়েন্ট টেবিলে রয়েছে ১০ নম্বরে। এই দুঃসময়ে আবার সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল দ্বিতীয় স্তরের দল মিডলসবার্গের কাছে। ৩৭ মিনিটে মিডলসবার্গের হয়ে একমাত্র গোলটি করেন হেইডেন হ্যাকনে। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে মিডলসবার্গের কাছে চেলসি হেরে গেল ১-০ গোলে। ফলে ফাইনাল ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেল তাদের কাছে।
শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্য তাদের দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় পেতে হবে। অথচ রিভারসাইড স্টেডিয়ামের এই ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল চেলসির। চেলসি বল দখলে রেখেছিল ৭২ শতাংশ। চেলসির ১৮টি আক্রমণের বিপরীতে মিডলসবার্গ আক্রমণ করে মাত্র ৬ বার। অন-টার্গেটে শটও বেশি ছিল চেলসির (৫), মিডলসবার্গের ২।

