‘দেশ বাঁচাও’ এটাই আইএনডিআই জোটের একমাত্র সংকল্প : ডি রাজা

পাটনা, ৯ জানুয়ারি (হি.স.): দেশকে বাঁচানোই আইএনডিআই জোটের একমাত্র লক্ষ্য। জোর দিয়ে বললেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা। মঙ্গলবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে ডি রাজা বলেছেন, ‘দেশ বাঁচাও’ এটাই আইএনডিআই জোটের একমাত্র সংকল্প। তিনি বলেছেন, “আইএনডিআই জোট এবং এর সমস্ত সঙ্গীদের একটিই সংকল্প রয়েছে যা হল ‘দেশ বাঁচাও’। দেশকে বাঁচাতে হলে বিজেপিকে হারাতে হবে। তাই সাধারণ সংকল্প হল ‘দেশ বাঁচাও, বিজেপি হটাও’।”

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য পাটনায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে সিপিএ-এর সাধারণ সম্পাদক ডি রাজা আরও বলেছেন, “আমাদের দেশকে বাঁচাতে হলে, বিজেপিকে হারাতেই হবে। তাই আইএনডিআই জোটের প্রধান সংকল্প হল ‘দেশ বাঁচাও, বিজেপি হটাও’।