কমল কাপ ক্রিকেটে রেনবো, রেন্টার্স জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। কমল কাপ ক্রিকেটের আজও দুটো ম্যাচ হয়েছে।   বিশাল অঙ্কের প্রাইজ মানির ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা এখন জমজমাট পর্যায়ে। শহর দক্ষিণের আমতলিতে আয়োজিত কমল কাপ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ৯ম দিনে আজও দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় রেনবো ওয়ারিয়র্স জয়ী হয়েছে। হারিয়েছে উই আর বেস্ট একাদশকে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে উই আর বেস্ট একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করলে জবাবে রেনবো ওয়ারিয়র্স এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে বিশ্বজিৎ ম্যাচের সেরা হয়েছে। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে রেন্টার্স রাইডার্স ৭৬ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে নিউ দাস স্পোর্টস কে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ রেন্টার্স রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করলে জবাবে নিউ দাস স্পোর্টস ৯২ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে বিজয় ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছে। দিনের খেলা সকাল ৯ টায়  শান্তি সংঘ ক্লাব বনাম মা ত্রিপুরেশ্বরী একাদশ। বেলা একটায় দাস মেডিকেল বনাম আদর্শ প্লে সেন্টার।