ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণে প্রবাসী ভারতীয়দের নিষ্ঠা প্রশংসনীয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয় দিবসের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, প্রবাসী ভারতীয় দিবস দিনটি, বিশ্বব্যাপী প্রবাসী ভারতীয়দের অবদান এবং তাঁদের কৃতিত্ব উদযাপন করার একটি দিন।

প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন, ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণ এবং বৈশ্বিক সম্পর্ক জোরদার করার প্রতি প্রবাসী ভারতীয়দের নিষ্ঠা প্রশংসনীয়। তাঁরা বিশ্বজুড়ে ভারতের চেতনাকে মূর্ত করেন, একতা এবং বৈচিত্র্যের বোধকে লালন করেন।