সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত এ.ডি নগর প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। টিসিএ পরিচালিত অনুর্ধ ১৫ ক্রিকেটে জয়ের ধারাবাহিকতা বহাল রাখলো এডি নগর প্লে সেন্টার। মঙ্গলবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এডিনগর শিবির মুখোমুখি হয় মৌচাকের। ম্যাচে এক প্রকার দাপট খাটিয়ে এডি নগর দল ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাককে। টস জিতে এডি নগর দল প্রথমে ফিল্ডিং করে। ব্যাট করতে নেমে মৌচাক শিবির ২৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৬ রান। ব্যাট হাতে মৌচাকের পক্ষে রোহিত বর্মণ সর্বাধিক ৫৪ রান করে। এছাড়া অক্ষিত দেবনাথ ১৪, তন্ময় ভৌমিক ১২, কৌশিক দাস ১৪, আইজেক দেববর্মা ৯ রানে অপরাজিত থাকে। বলে এডি নগরের পক্ষে বিপ্রদীপ রুদ্র পাল ২৭ রানে তিনটি, দিগ্বিজয় ধর ১৯ রানে দুটি এবং একটি করে উইকেট নেয় কিষান সরকার ও সুশোভন চক্রবর্তীরা। পাল্টা খেলতে নেমে এডি নগরের দুই ওপেনার বিপ্রদীপ রুদ্র পাল ও স্নেহাল দত্ত দারুন শুরু করে। দুজনই নির্ভরযোগ্য ব্যাটিং করে স্কোরবোর্ডে রানের অক্সিজেন যোগাতে থাকে। বিপ্রদীপ রুদ্র পাল ৫৪ রান করে আউট হয়ে গেলে ও শেষে স্নেহাল ,সুশোভন জুটি দলকে জয় এনে দেয়। স্নেহাল ৪১ ও সুশোভন ২৭ রানে অক্ষত থেকে দলকে কাংখিত জয় এনে দেয়। সুবাদে নয় উইকেটের ব্যবধানে এই ম্যাচ থেকে পয়েন্ট হাসিল করে নিলো এডি নগর দল।