নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ জানুয়ারি : মঙ্গলবার অল্পেতে ভয়াবহ যান দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে। ঘটনা বিশালগড় বাইপাস সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, রাস্তার ধারে চায়ের দোকানে উল্টে যায় সরকারি ধান বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে৷ বিলোনিয়া বড়পাথরী থেকে সরকারি ধান নিয়ে আগরতলায় যাচ্ছিল টিআর০১-ভি-১৬২৩ নম্বরের লরি। বিশালগড় বাইপাস সড়কের ব্লক এলাকায় আসতেই চাকা ফেটে একটি চায়ের দোকানের উপর উল্টে যায় গাড়িটি।
দুর্ঘটনার পর গাড়ি থেকে চালক বেরিয়ে যায়। ওই সময় চায়ের দোকানেও কেউ ছিলনা। ফলে কেউ গুরুতর আহত হয়নি এই দুর্ঘটনায়। অল্পতে রক্ষা পেয়েছে সবাই।
2024-01-09