আগরতলা, ৯ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। অসম-আগরতলা জাতীয় সড়কে আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৩ লক্ষাধিক হবে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।
ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আজ সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে দিয়ে লরি করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে উত পেতে বসে থাকে। তখন পিবি১৩বিসি৯৩৩৯ নম্বরের একটি লরিকে আটক করে। তাতে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৬৩০ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, সাথে গাড়ির চালক গুরদ্বীপ সিংকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৩ লক্ষাধিক হবে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।

