রাঁচিতে অস্ত্রসহ গ্রেফতার এক অপরাধী

রাঁচি, ৮ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে অস্ত্রসহ এক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রাঁচির লোয়ার বাজার থানার পুলিশ পুরসভার জলের ট্যাঙ্কের কাছে অস্ত্র সহ এক অপরাধীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মহম্মদ আসিফ আনসারি বলে জানা গিয়েছে। সে দোরান্দা থানা এলাকার হাতিখানার বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি গুলি ও একটি নীল স্কুটার উদ্ধার করা হয়েছে।

সিটি এসপি রাজকুমার মেহতা সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক অপরাধীকে ধরা হয়। গোপন তথ্যে জানা গিয়েছিল যে এক ব্যক্তি নীল জ্যাকেট ও জিন্স পড়ে নীল স্কুটারে করে অবৈধ অস্ত্র নিয়ে লোয়ার বাজার থানার পৌর কর্পোরেশনের জলের ট্যাঙ্কের পাশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

খবর পেয়ে লোয়ার বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দয়ানন্দ কুমারের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। দলটি পৌরসভার জলের ট্যাঙ্কের কাছে আসতেই পুলিশকে দেখে অপরাধী পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *