ভোপাল, ৭ জানুয়ারি (হি.স.) : রাস্তায় বসবাসকারী দরিদ্রদের ঠাণ্ডায় কম্বল বিতরণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের উজ্জয়ীনিতে ঠান্ডায় কাঁপতে থাকা দরিদ্রদের কম্বল বিতরণ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ।
শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের উজ্জয়ীনিতে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানে গিয়ে রাতে উজ্জয়ীনি শহর পরিদর্শন করেন। তারপর ফুটপাতের বাসিন্দাদের কম্বল দান করেন। রাতে চামুন্ডা মোড়ে ঠান্ডায় কাঁপতে থাকা বয়স্কদেরও কম্বল বিতরণ করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এরপর দেওয়াস গেট বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে উপস্থিত যাত্রীদের ঠান্ডায় কাঁপতে দেখে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন।
কয়েকদিন আগে রাজধানী ভোপালে মুখ্যমন্ত্রী যাদব শহরের ফুটপাত সহ বিভিন্ন রাত্রিবাসযোগ্য স্থানে দরিদ্র মানুষদের সঙ্গে দেখা করে তাদের কম্বল বিতরণ করেছিলেন। এধরনের নাগরিকদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।