কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন বিজেপি। এই মর্মে রবিবার রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এদিন নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের শাহজাহানের অনুগামীদের দ্বারা ইডি আধিকারিকদের ওপর আক্রমণের বিষয়টি উদ্বেগজনক, এই সম্পর্কিত বিষয়ে আমি মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে রাজ্যের নিরাপত্তা এবং আস্থা পুনরুদ্ধার করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি৷ নিরাপত্তাই সর্বাগ্রে।