নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি : আগামী ৮ই জানুয়ারিকে কালো দিবস হিসেবে পালন করবে টিএসএফ। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যে এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন টিএসএফ সাধারণ সম্পাদক হামলো জমাতিয়া।
২০১৯ সালের ৮ই জানুয়ারি খুমলুং মাধববাড়িতে টিএসএফ এর উদ্যোগে সিএএ বিলের বিরোধিতায় এক বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকালে গুলির আঘাতে প্রাণ হারিয়েছিলেন টিএসএফ এর ৭জন ছাত্র। এরপর থেকেই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে টিএসএফ। এবারেও এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন হামলো জমাতিয়া। তিনি আরো বলেন, টিএসএফ কোনো জাতিধর্মের বিরোধীতা করেনা। তবে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তারা। সিএএ এর বিরোধিতায় এই দিনটিকে পুনরায় কালো দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন তিনি রাজ্যবাসীর কাছে।