দেহরাদূনে জলি গ্রান্ট বিমানবন্দরে প্রতিরক্ষা মন্ত্রীকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

দেহরাদূন, ৬ জানুয়ারি (হি.স.) : দেবভূমি উত্তরাখণ্ডে শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পৌঁছলে তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে রাজনাথ সিংয়ের পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকেও স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

হরিদ্বারে স্বামী রামদেবের আচার্য গুরুকুলমের অনুষ্ঠানে যোগ দিতে দেবভূমিতে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও সেই উপলক্ষে শনিবার দেবভূমি উত্তরাখণ্ড পদার্পণ করেছেন। শনিবার বিমানবন্দরে প্রতিরক্ষা মন্ত্রী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও।