অভিজিৎ রায়চৌধুরী, নয়াদিল্লি, ৬ জানুয়ারিঃ রাহুল গান্ধীর “ভারত জোড়ো নয়া যাত্রা”-র আগে আগামী ১৪ জানুয়ারির মধ্যেই ইন্ডিয়া জোটের অধিকাংশ রাজ্যের সাথে আসন বন্টন চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস দল। সূত্রের খবর অনুযায়ী, ন্যাশনাল এলায়েন্স কমিটি এআইসিসির সভাপতি মল্লিকার্জুন অর্জুন খার্গের কাছে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে জোটের শরিকদের সাথে আসন বণ্টনের বিস্তৃত বিষয় তুলে ধরা হয়েছে।
জানা গেছে, কংগ্রেস পার্টি সর্বপ্রথম আগামীকাল দিল্লি এবং পাঞ্জাবের জন্য দিল্লিতে আপ নেতৃত্বের সাথে আসন বণ্টন নিয়ে প্রথম বৈঠক করবে। এরপর এক সপ্তাহের মধ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার কথা রয়েছে। মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের আসন বন্টন নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে এবং ইতিমধ্যেই কমবেশি সিদ্ধান্ত এসেছে বলেও খবর।
ইতিমধ্যে, পশ্চিমবঙ্গ এবং কেরালার মত জটিল রাজ্যগুলির রাজ্য নেতৃত্বের মধ্য থেকেও বিভিন্ন ইঙ্গিত মিলছে, ইঙ্গিত রয়েছে যে কমিটি বিষয়টি কংগ্রেস হাইকমান্ডের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন অর্জুন খার্গ পার্টি তার সমস্ত জোটের সদস্যদের “ভারত জোড়ো নয়া যাত্রা”র অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে ইঙ্গিত রয়েছে যে টিএমসি এবং সমাজবাদী পার্টি এতে অংশ গ্রহণ করছে না।
সূত্রের খবর, কংগ্রেস পার্টির অভ্যন্তরীণ ব্যক্তিরা পরামর্শ দিচ্ছেন যে কংগ্রেস পার্টি যেন তার জোট সঙ্গীদের সাথে যেন সবধরণের সংঘর্ষ এড়ায় এবং মাঠের পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে।