দক্ষিণ দিনাজপুর, ৬ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন রায়গঞ্জ সেক্টরের অধীনে ১৩৭ তম ব্যাটালিয়নের (বিএসএফ) সদর দফতর পতিরামের সজাগ সীমান্ত কর্মীরা একজন ভারতীয় চোরাকারবারীকে গ্রেফতার করেছে। ধৃত পাচারকারীর নাম সোনারুদ্দিন মিয়া (২৮)। শনিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, সোনারুদ্দিন একটি পিকআপ ভ্যান (ডব্লিউবি ৬১-এ ৪৩০৪) নিয়ে গঙ্গারামপুর থেকে ১৪ মাইল এলাকায় গবাদিপশু নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। তল্লাশিকালে পিকআপ ভ্যান থেকে দুটি গবাদিপশু উদ্ধার করা হয়। গবাদিপশু পরিবহনের ব্যাপারে কেউই যখন কোনো খাঁটি কাগজপত্র হাজির করতে পারেনি, তখন বিএসএফ দল সোনারুদ্দিনকে পাচারের অভিযোগে গ্রেফতার করে। গবাদি পশুসহ আটক সোনারুদ্দিনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পতিরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

