কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে মারধর খান ইডি অফিসাররা। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের গাড়ির উপরেও। এ ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেও ইডির উপরই দায় চাপাল তৃণমূল।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, “সন্দেশখালিতে যা ঘটেছে তা উদ্বেগজনক। এমনটা না হলেই ভাল হত। কিন্তু বুঝতে হবে যে কেন এমন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে রোজ তৃণমূল নেতাদের বাড়ি পৌঁছে যাচ্ছে। সঙ্গে নিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমের একাংশকে। তার পর সেখানে গিয়ে প্ররোচনা দিচ্ছে।”
কুণালের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির এহেন রাজনৈতিক হানাদারির ঘটনায় সঙ্গে যোগসাজস রয়েছে সংবাদমাধ্যমের একাংশেরও। তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে। তারই প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করছে।
কুণাল এদিন স্পষ্টই বোঝাতে চেয়েছেন যে সন্দেশখালিতে যা ঘটেছে তা হল জনরোষের বহিঃপ্রকাশ। তাঁর কথায়, সংবাদমাধ্যম যাই বলুক না কেন তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে। তাই কোনও অবস্থাতেই সংবাদকর্মীদের উপর হামলা বাঞ্ছনীয় নয়। কিন্তু যা ঘটেছে তা উস্কানিরই ফল।

