শীত থেকে এখনই রেহাই পাবে না পঞ্জাব ও হরিয়ানা, ঘন কুয়াশারও থাকছে সতর্কতা

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহ থেকে এখনই রেহাই পাবে না পঞ্জাব ও হরিয়ানা। একইরকম ঠান্ডা বজায় থাকবে উত্তর প্রদেশ ও রাজস্থানেও। পাশাপাশি ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হবে স্বাভাবিক জনজীবন। এমনই সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি-র পূর্বাভাস মতো শুক্রবারও কনকনে ঠান্ডায় কেঁপেছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে, শীতে জবুথবু অবস্থা মরুরাজ্য রাজস্থানে।

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে তীব্র শৈত্যপ্রবাহ বজায় থাকবে। একইসঙ্গে আইএমডি জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের সমভূমির কিছু অংশ ঘন থেকে অতি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। গাড়ির চালকদের সাবধানে যানবাহন চালানোর জন্য সতর্ক করা হয়েছে।