শ্রীনগর, ৫ জানুয়ারি (হি.স.): ভূস্বর্গ এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী ‘চিল্লাই কালান’-এর অধীনে, যা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু থেকে কাশ্মীর, লেহ থেকে দ্রাস-সর্বত্রই জমজমাট ঠান্ডা। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৬-৭ জানুয়ারি পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে কাশ্মীরে। এরপর ৮ জানুয়ারি সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৯-১০ জানুয়ারি পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
সমগ্র কাশ্মীর এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে, প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঠান্ডা থেকে বাঁচতে আগুনের তাপ কার মানুষজন। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ সর্বত্রই হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকার কারণে জল জমে বরফ হচ্ছে কাশ্মীরে, শ্রীনগরের ডাল লেকে বরফের হালকা আস্তরণ জমে গিয়েছে।

