মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চারজন স্কুলগামী শিশুকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন শিশুর মৃত্যু হয়, আহত হয় আরও দুজন শিশু। আহত দুই শিশুকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালের এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পাচোড়া থানার পুলিশ।
পাচোড়া থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পাচোড়ার গোরাদখেদা গ্রামের চারজন শিশু স্কুলে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে পথচলতি চার শিশুকে ধাক্কা মারলে গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুভাষ পাতিল ও দূর্বা পাতিল নামে দুই শিশুর মৃত্যু হয়। আহতরা হল, পরশুরাম পাতিল ও ঋতুজা ভাইটি। গ্রামবাসীরা আহত শিশুদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে। গাড়িতে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে পাচোড়া থানার পুলিশ ।

