মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.) : ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের ভাইপোর কোম্পানিতে শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালিয়েছে। এই কোম্পানিটি শরদ পাওয়ারের ভাইপো রোহিত পাওয়ারের বলে ইডি সূত্রে জানা জানিয়েছে।
মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অর্থপাচার মামলার তদন্তের স্বার্থেই এই অভিযান চালায় ইডি। ইডির এক আধিকারিক এই তথ্য জানিয়েছে। ইডি জানিয়েছে, এদিন বারামাতি, পুনে, ঔরঙ্গাবাদ এবং অমরাবতির অন্তত ছটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। বারামতি শহরের বারামতি এগ্রোর অফিসেও অভিযান চালানো হয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লু) শাখায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

