চণ্ডীগড়, ৫ জানুয়ারি (হি.স.) : হরিয়ানায় ইডি অভিযান চালিয়ে প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে নগদ কোটি টাকা, মদ এবং অস্ত্র উদ্ধার করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-র দল প্রাক্তন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-এর বিধায়ক এবং অভয় সিং চৌতালার সহযোগী দিলবাগ সিংয়ের বাসস্থান থেকে কোটি টাকার নগদ ছাড়াও মদ এবং অস্ত্র উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ইডি আধিকারিকদের দল হরিয়ানায় খনি ব্যবসায়ীদের বাসস্থান এবং অন্যান্য আস্তানায় অভিযান শুরু করেছিল। শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চলে। সোনিপাতের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার এবং যমুনানগরের প্রাক্তন আইএনএলডি বিধায়ক দিলবাগ সিংয়ের বাসভবন ও বাড়িতে ইডির দল হানা দিয়েছিল। ৫ কোটি টাকার নগদ ছাড়াও, ইডি দিলবাগ সিংয়ের বাসস্থান থেকে তিনটি সোনার বিস্কুট, ১০০টিরও বেশি বিদেশী মদের বোতল, বিদেশে সম্পত্তির নথি, চারটি বিদেশী রাইফেল এবং কার্তুজ উদ্ধার করেছে। অস্ত্রের নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

