দুই বিধায়কের প্রয়াণে বিধানসভায় স্মৃতিচারণ

আগরতলা, ৫ জানুয়ারি : বিধায়ক সুরজিত দত্ত এবং বিধায়ক শামসুল হকের মৃত্যুতে আজ রাজ্য বিধানসভায় শোক জ্ঞাপন করা হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত দুই বিধায়কের স্মৃতিচারণ করে তাঁদের দীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের তথ্য তুলে ধরে শ্রদ্ধা জানান। তিনি প্রয়াত দুই বিধায়কের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। সব শেষে বিধানসভার সদস্যগণ দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াত দুই বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান। তাঁদের প্রয়াণে আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণ এবং বিজনেস এডভাইজারি কমিটির রিপোর্ট গ্রহণ ব্যতিত সমস্ত কার্যবাহী স্থগিত করা হয়েছে এবং অধ্যক্ষ অধিবেশন সোমবার পর্যন্ত মুলতুবি করেছেন।