ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। ৪২ তম জাতীয় যোগা প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হয়েছিলো কলকাতার দূর্গাপুরে। এ বছর জাতীয় আসরে ত্রিপুরা দল ভালো রেজাল্ট করে ও ১০৪ পয়েন্ট পেয়ে রানার্স আপ দখল করে। ওয়েস্টবেঙ্গল ১২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার এন.এস.আর.সি.সির যোগা হলে এিপুরা যোগা অ্যাসোসিয়েশন ও রাজ্য ক্রীড়া পর্ষদের যৌথ উদ্যোগে রাজ্যদলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় । উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, এিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক সাহা,সচিব দিব্যেন্দুু দও সহ সংস্থার কর্মকর্তারা। খেলোয়াড়দের অভিবাদন জানালেন সচিব সুকান্ত ঘোষ ও শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্নধার রূপক সাহা। সংবর্ধনা পেয়ে খুশি হলেন খেলোয়াড়েরা। জাতীয় আসরে এই ধরণের কৃতিত্ব সত্যিই প্রশংসার দাবি রাখে। নাম উজ্বল করলেন খেলোয়াড়েরা ত্রিপুরা রাজ্যের। প্রত্যেককে এর জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও জ্ঞাপন করলেন অতিথিরা।
2024-01-05