নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ জানুয়ারি : ভগবাননগর ২নং ওয়ার্ড এলাকা থেকে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আজাদ আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে ড্রাগস ব্যবসা করার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ তার নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করেছে।
বর্তমানে ওই যুবক কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজাদ আলী ড্রাগস ব্যবসার সাথে জড়িত নয় বলেও দাবি করেছে। সে বলে আমি এই ব্যবসার সাথে জড়িত নই। আমি একজন অসুস্থ ব্যক্তি। পাশাপাশি পুলিশ গিয়ে আমার ছেলের খোঁজ নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

