হাফলং (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পরবর্তী মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসাই হবেন, ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদীয় নির্বাচনের প্রচারে এসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে জনগণের কাছে ভোট চেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপির পালে হাওয়া তুলতে বুধবার ডিমা হাসাও জেলায় এসেছেন ড. শর্মা। বুধবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন নির্বাচন কেন্দ্র দিয়ুংব্রা, গরমপানি ও দিহাঙ্গিতে বিজেপি-প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভায় উন্নয়নের খতিয়ান তুলে ভবিষ্যতের গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের লাইসং, মাহুর ও হাফলঙে ম্যারাথন নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিষদে বিজেপির পরবর্তী মুখ্য কার্যনির্বাহী সদস্য হচ্ছেন দেবোলাল গার্লোসাই। মুখ্যমন্ত্রী বলেন, এবার উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে। পরিষদের সব আসন, মোট ২৮টি আসনেই বিজেপি প্রার্থী জয়ী হবেন।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বিজেপির ছয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এবার এই ছয়টি আসন বাদ দিয়ে পরিষদের বাকি ২২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ২২টি আসনেও বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন।
মুখ্যমন্ত্রী মাহুরে রিংফাই লাংথাসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় উন্নয়নের গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, কলেজের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় স্তরে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বই কিনতে দশ হাজার টাকা করে প্রদান করা হবে। বই কেনার জন্য এই দশ হাজার টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তাছাড়া কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুটি প্রদান করা হবে। মাহুরে একটি কলেজ নির্মাণ করার পাশাপাশি সৈনিক স্কুল খোলা, মাহুর, বড়াইল ও দাওটুহাজা এলাকায় এক এক হাজার করে তিন হাজার মহিলাকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে, আগামী তিন মাসের মধ্যে যাদের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড বণ্টন করা হবে।
মাহুর আসনে বিজেপি প্রার্থী প্রবীতা জহরি জয়ী হলে তাঁকে পার্বত্য পরিষদে কার্যনিবাহী সদস্য করা হবে বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে অসম মালার অধীনে হাফলং তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পাশাপাশি লোয়ার হাফলং থেকে জাটিঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ডিমা হাসাওয়ে স্ট্ৰ্যাটেজিক রুট নির্মাণের কথা বলে প্রতিটির জন্য ১০কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করেছেন তিনি। এছাড়া, প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডের সাথে ডিমা হাসাওকে সংযুক্ত করতে ৩৫ কিলোমিটার প্রসারিত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিমা হাসাও-এর যে সব যুবা রাজ্য পুলিশ পরিষেবায় যোগদান করতে চাইছে, আমাদের সরকার তাঁদের সাহায্য করবে। অসম সরকারের গ্রেড থ্ৰি এবং গ্রেড ফোর চাকরির জন্য আবেদনকারী সমস্ত যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদান করবে রাজ্য৷ আমাদের লক্ষ্য, ডিমা হাসাও-এর যুবক-যুবতীদের সর্বাধিক চাকরি প্রদান করা।’
তাই আগামী ৮ জানুয়ারি পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বিজেপি দলের টিকিট না পেয়ে যাঁরা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা নির্বাচনে জয়ী হলেও আর বিজেপিতে এঁদের ঠাঁই হবে না বলে মাহুরে নির্বাচনী জনসভায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
এদিন রাতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা হাফলং আসনের প্রার্থী ধনপাইনন থাওসেনের হয়ে হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন।
আগামীকাল শুক্রবার মুখ্যমন্ত্রী পরিষদের লাংটিং, হাজাডিসা ও ওয়াজাও আসনে বিজেপির প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।