সরকারি কার্যালয়ে চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

আগরতলা, ৪ জানুয়ারি: একই রাতে তিন সরকারি কার্যালয়ে চুরির ঘটনায় সাথে জড়িত পুলিশ আজ দুইজনকে আটক করেছে।

প্রসঙ্গত, গতকাল গভীর রাতে পুনরায় এক সঙ্গে তিনটি সরকারি কার্য্যালয়ে চোরের থাবায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে।গান্ধীগ্রাম তহশীল কাছারী, মৎস্য আধিকারিকের কার্য্যালয় বামুটিয়া, ওয়াটার পাম্প ডি ডব্লিউ এস -এ এই চুরির ঘটনা ঘটে। অন্যদিকে তহশীল কাছারী থেকে কয়েকটি কম্পিউটারের ইউ পি এস নিয়ে গেছে চোরের দল। তাছাড়া, ওয়াটার পাম্প কার্যালয় থেকে ওয়াটার পিউরিফায়ার এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল।

পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছিল। আজ ওই চুরি কাণ্ডে দুইজনকে আটক করে পুলিশ। তাদের ৫দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।