হাফলং (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেছেন তৃণমূল নেত্ৰী তথা রাজ্যসভার প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেব।
আজ বৃহস্পতিবার হাফলঙে জেলা তৃণমূল কাৰ্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিজেপির ক্ষুরধার সমালোচনা করে সস্মিতা দেব বলেন, আচিং জেমির নেতৃত্বে ডিমা হাসাও তৃণমূল কংগ্ৰেস বিজেপির একমাত্ৰ প্ৰতিদ্বন্দ্বী। বহুদিন ধরে পাৰ্বত্য এই জেলায় তৃণমূল কংগ্ৰেস বিরোধীর ভূমিকা পালন করে আসছে। কংগ্ৰেসের কঠোর সমালোচনা করে সুস্মিতা দেব বলেন, আজ কংগ্ৰেস দুৰ্বল হওয়ার একমাত্ৰ কারণ দলের নেতৃত্ব। কংগ্ৰেসের তৃণমূল পৰ্যায়ের কৰ্মীদের প্ৰবঞ্চনা করে নেতারা বিজেপির সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে চলায় আজ কংগ্ৰেস নিশ্চিহ্ন হয়ে গেছে।
এদিকে বিজেপির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিভাজনের রাজনীতি করে বিজেপির ক্ষমতা দখল করার ফৰ্মূলা দীৰ্যদিনের। ডিমা-হাসাও জেলায় বিজেপি বিভাজনের রাজনীতি করে ডিমাসা এবং অ-ডিমাসা জনগোষ্ঠীকে ভাগ ভাগ করার চেষ্টা করছে। পার্শ্ববর্তী মণিপুরে কী ঘটছে, তা সকলের জানা। অসমের মূখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্ৰী বীরেন সিঙের নিকৃষ্ট রাজনীতির জন্য এখন মণিপুর জ্বলছে। বিজেপির এ ধরনের নীতি ডিমা-হাসাও জেলাকেও মিনি মণিপুরে পরিণত করবে।
অ-ডিমাসাদের স্থানী বাসিন্দার প্ৰমাণপত্ৰ (পিআরসি)-এর সমস্যা তুলে ধরে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্ৰী সুস্মিতা দেব বলেন, পিআরসি-র ক্ষেত্ৰে এত শৰ্ত কেন, সরকারে এত শৰ্ত বেঁধে দেওয়ার পরিবৰ্তে বলে দিলে হয়, অ-ডিমাসাদের পিআরসি দেওয়া হবে না। চাকরিও দেওয়া হবে না।
তৃণমূল কংগ্রেস নেত্ৰী পুনরায় বলেন, বিজেপি উন্নয়নের কথা বলে। কিন্তু প্রকৃতার্থে উন্নয়ন কতটুকু হয়েছে সবাই জানে। হাফলঙে ৭০ বছর থেকে পানীয় জলের সমস্যা, আজও এই সমস্যা অব্যাহত। শিক্ষা প্রতিষ্ঠানেরও তথৈবচ অবস্থা। অরুণেদয় প্রকল্প দেওয়ার কথা বলা হয়। অথচ এখানে প্রকল্পের টাকা তোলার জন্য এটিএম-এর সমস্যা। বহু এমন দুৰ্গম অঞ্চল রয়েছে যেখানে প্রকল্পের টাকা তুলতে ৬০-৭০ কিলোমিটার দূরে যেতে ৫০০ টাকা খরচ করতে হয়। এই হচ্ছে উন্নয়নের প্ৰকৃত রূপ।
নিৰ্বাচনের সময় প্ৰতিশ্ৰুতির বন্যায় ভাসিয়ে এবং ক্ষমতায় আসার পর সব ভুলে যান বিজেপি নেতারা। এ হচ্ছে বিজেপির প্ৰকৃত স্বরূপ। অসম প্রদেশ তৃণমূল কংগ্ৰেস সবার উন্নয়ন চায়। যার দরুন এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে প্ৰতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেসের বিজয় নিশ্চিত বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।

