গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ৪ জানুয়ারি: মারুতি গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তি। আজ খোয়াই পদ্মবিলে ব্লক সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলবাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে খবর আসে খোয়াই পদ্মবিলে ব্লক সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছে। সেই খবরের মোতাবেক দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, মৃত্যু ব্যক্তি খোয়াই পদ্মবিল এলাকার বাসিন্দা মনোরঞ্জন দেববর্মা(৬২)।