আগুনে পুড়ে ছাই নয়টি দোকান

বিলোনিয়া, ৪ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে নয়টি দোকান। গতকাল রাতে ওই ঘটনায় বিলোনিয়া মহকুমাধীন বড়পাথরী বাজার সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীর।

জানা গিয়েছে, গতকাল রাতে বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন স্থানীয় মানুষ। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল দমকলবাহিনী। দমকলবাহিনী ও জনতার সহায়তায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ওই অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে।

আরও জানা গিয়েছে, জুয়েলারী, মোবাইল দোকান, সেলুন দোকান, সাইকেল দোকান, টায়ারের দোকান,ব্যাটারির দোকান সহ আরো কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মাথায় হাত ক্ষতিগ্ৰস্ত দোকানের মালিকদের। এরমধ্যে নয় জন ক্ষতিগ্ৰস্ত দোকানের মালিকের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন । বর্তমানে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকানের মালিক।