কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): মিমিক্রি বিতর্ক অতীত! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই কথা টুইট করে নিজেই জানিয়েছেন কল্যাণবাবু।
সংসদের বিক্ষোভ অবস্থান চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করতে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই দৃশ্য ফ্রেমবন্দি করেন রাহুল গান্ধী। বিষয়টি সামনে আসার পরেই ফুঁসে ওঠেন জগদীপ ধনখড়। তিনি সেই সময় বলেছিলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক, বিরক্তিকর এবং লজ্জার। সমস্ত কিছুর একটা সীমা থাকা প্রয়োজন। একজন সাংসদ মিমিক্রি করছেন। অপরজন তার ভিডিয়ো করছেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
বৃহস্পতিবার কল্যাণবাবুর জন্মদিন। এই বিশেষ দিনটিতে কাজ করেই কাটাতে চান তিনি। কোনও অনুষ্ঠানের পরিকল্পনা তাঁর ছিল না, এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। এবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন ধনখড়। এ কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি সম্মানীয় উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেন এবং আমার স্ত্রীর সঙ্গে কথা বলে গোটা পরিবারকে আশীর্বাদ করেন। দিল্লিতে তাঁর আবাসনে নৈশভোজের জন্য তিনি আমাকে এবং আমার স্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।’
প্রসঙ্গত, এই বিতর্কে মুখ খুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে টুইট করে ধনখড় জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন তিনি এই ধরনের অপমান ২০ বছর ধরে সহ্য করছেন। এখনও করে চলেছেন।’ প্রধানমন্ত্রীর থেকে ফোন পেয়েছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী কয়েকজন সাংসদের আচরণ নিয়ে দুঃখপ্রকাশ করেন বলেও মন্তব্য করেছেন মোদী। যদিও নিজের কর্তব্য থেকে পিছু না হঠার অঙ্গীকার করেছিলেন জগদীপ ধনখড়।