নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ আগুন-আতঙ্ক! বৃহস্পতিবার দিল্লি এইমস-এর টিচিং ব্লকে আগুন লাগে। আগুনে টিচিং ব্লকে থাকা ফার্ণিচার ও বেশ কিছু অফিসিয়াল নথি পুড়ে গিয়েছে। দমকল কর্মীদের অল্প সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে দিল্লি এইমস-এর দোতলায় টিচিং ব্লকে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকল, দমকল কর্মীদের বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছেন ততক্ষণে অবশ্য বেশ কিছু ফার্ণিচার ও নথি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

