আগরতলা, ৪ জানুয়ারি: লায়ন্স ক্লাব অফ আগরতলার প্রয়াসে এবং ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায় প্রথম ত্রিপুরা রাজ্য ভিত্তিক দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ক্লাব প্রাঙ্গনে।
আজ সকাল ৯ ঘটিকায় উদ্বোধন করবেন আমতলী, বিবেকনগর, রামকৃষ্ণ মঠের স্বামী শুভকারানন্দজী মহারাজ। আগামীকাল বিকালে ৩ ঘটিকায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র দীপক মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র ইন্স কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজেতা কে ক্রমানুসাবে ট্রফি প্রদান করা হবে। প্রথম দশজনকে কিছু নগদ অর্থ প্রদানের মাধ্যমে প্রো-উৎসাহীত করা হবে এবং সমস্ত প্রতিযোগীদের শংসা পত্র ও পদক দেওয়া হবে।

