চন্ডীগড় ও জয়পুর, ৩ জানুয়ারি (হি.স.) : শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনার প্রধান সুখদেব সিং গোগামেদি খুনের ঘটনায় এবার তৎপর হয়ে উঠল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার সকাল থেকে গোগামেদি খুনের ঘটনায় হরিয়ানা ও রাজস্থানের মোট ৩১টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। হরিয়ানার মহেন্দ্রগড়ে এদিন সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। তল্লাশি অভিযান চালানো হয় রাজস্থানের জয়পুরেও।
উল্লেখ্য, বেশ কিছু দিন রাজস্থানের জয়পুরে ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’-র প্রধান গোগামেদিকে গুলি করে খুন করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। পুলিশের তরফে জানানো হয়, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। শেষ গুলিটি নিহতের মাথায় লাগে। এই ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা।

